Print Friendly, PDF & Email

রফিকুল ইসলাম রনি :- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমির মানবতার সংগঠন মৌলভী আবুল হাসেম কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামে শুক্রুবার ( ৭ই মে ) পাঁচ শতাধিক দুঃস্থ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রয়াত মৌলভী আবুল হাসেম এর সুযোগ্য পুত্র শিক্ষানুরাগি বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে এম আনিসুজ্জামান নান্নু সকালে ঢাকা থেকে ভার্চুয়াল ভাবে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন।

সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন এলাকার দুঃস্থ পরিবার ও ৫১ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম মিজানুর রহমান, বাইতুল নুর জামে মসজিদের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন টুলু, আবুল কালাম, মোঃ গণি সরদার, বাংলাদেশ বুলেটিন এর বরিশাল প্রতিনিধি রফিকুল ইসলাম রনি প্রমুখ।

এলাকার অসহায় বীরমুক্তিযোদ্ধা ও দুঃস্থ পরিবারের প্রত্যেকের মাঝে ঈদ সামগ্রীর মধ্যে ছিলো গুনগত মানের ২৫ কেজি মিনিকেট ১ বস্তা চাল, ২ কেজি মুশুরের ডাল, ৩ কেজি আলু, ১ কেজি প্যাকেট লবন ও ১ কেজি চিনি, পাউডার দুধ ও সেমাই এ সব পণ্য বিতারণ করা হয়।

মুক্তিযোদ্ধা ও দুঃস্থ পরিবারের  মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আগে প্রয়াত মৌলভী আবুল হাসেমের আত্নার মাগফিরাত কামনা এবং দেশ ও দেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। তখন দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলাম।

 

প্রয়াত মৌলভী আবুল হাসেমের আত্নার মাগফিরাত কামনা এবং দেশ ও দেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
Share.
Exit mobile version