Print Friendly, PDF & Email

রফিকুল ইসলাম রনি, বরিশাল :- সকল চিকিৎসা সেবা দেয়ার লক্ষে অজপাড়ায় প্রতিষ্ঠিত করা হয়েছে হালিমা-মান্নান মেমোরিয়াল নামের একটি অত্যাধনিক চিকিৎসালয় প্রতিষ্ঠিান। আর উদ্বোধনের আগেই অজপাড়ার চিকিৎসা প্রতিষ্ঠানটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে লোকজন। ২০ শয্যা বিশিষ্ট এ আধুনিক যুগের অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠানটি নির্মিত করা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুরে ।

অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠানটির সামনের অংশ।

আধুনিক মডেলের টিকিৎসা প্রতিষ্ঠন ও প্রতিষ্ঠনটি কারুকার্য দেখতে সকাল-বিকাল ভিড় জমাচ্ছে আশপাশ এলাকার মানুষ। প্রতিষ্ঠানটির নিচতলায় রয়েছে রিসিপসনিস্ট, অনুসন্ধ্যান বিভাগ, জরুলী বিভাগ, ডাক্তার রুম, নিজস্ব ফার্মেসি ব্যবস্থা, পরীক্ষা-নিরিক্ষার রুম, ওয়াসরুম এবং দোতালয় বসানো হযেছে মারবেল টাইল্স এবং রয়েছে একটি পুরুষ ও একটি মহিলা ওয়ার্ড । রোগীদের জন্য ওয়ার্ড গুলোতে রয়েছে নতুন মডেলের বেড ব্যবস্থা। দোতালয় আরো রয়েছে অপারেশন থিয়েটার, তিনটি ভিআইপি কেবিন ও চিকিৎসক রুম। এছাড়াও প্রতিষ্ঠনটির নিচতলার পিছনে খাবার ব্যাবস্থার জন্য রয়েছে ক্যানটিন ও রোগীদের সাথে আশা স্বজনদের গোসলের জন্য খাবারের ক্যানটিনের পিছনে রয়েছে ঘাটলা নির্মিত পুকুর। চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ২৪ ঘন্টাই রোগীদের মাঝে সেবা প্রদান করবে। রয়েছে সব পরীক্ষা নিরীক্ষার অত্যাধুনিক ডিজিটাল চিকিৎসা যন্ত্রসামগ্রী। এ জুলাই মাসেই শুভ উদ্বোধন করার কথা ব্যক্ত করেন কৃর্তপক্ষ।

             প্রতিষ্ঠানটির নিচ তলা ভিতর

২৪ ঘন্টাই অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা নিতে পারবে জাহাঙ্গীর নগর তথা বাবুগঞ্জ, মুলাদী, গৌরনদী ও উজিরপুর সহ বিভিন্ন উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ । গাইনি, শিশু, মেডিসিন এবং জরুরী বিভাগ সহ স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা থাকবে।

 

নবপ্রতিষ্ঠিত আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠানটি দেখেতে আসা সাধারণ লোকজন বলেন, গ্রামপর্যায়ে এরকম সুন্দার্যময় হাসপাতাল নির্মিত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। আমরা গর্বিত যে কারনে এলাকায় অনেক ধন্যাঢ্য ব্যক্তিগন আছেন কিন্তু এরকম মহতী উদ্যোগ গ্রহণ করার মতো লোক নেই।

      প্রতিষ্ঠানটির একটি ওয়ার্ডে বেডবেষ্টিত রুম।

উল্লেখ্য, অজপাড়া গাঁয়ের মানুষের মৌলিক চাহিদা পূরনের জন্যই গৌরনদীর সরিকল ইউপির সাকোকাঠী গ্রামের মোল্লা পরিবারের সন্তান বিশিষ্ঠ ব্যবসায়ি ও শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোঃ বিপ্লব হোসেন আজাদ তার পিতা-মাতার নামে বাবুগঞ্জ উপজেলার আগরপুরে প্রতিষ্ঠিত করেছে জরুরী বিভাগসহ ২০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান।

 

Share.
Exit mobile version