Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি।।২৬ জুন ভোর ৬ টায় যানবাহনের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতু – জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (১২ জুন) মাওয়া ঘাটে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নাশকতা হচ্ছে কি না এই আশংকা আগেও ছিল। এখনো আছে। তদন্ত করে দেখা হবে।

পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া রেস্টহাউসে সাংবাদিক সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ভোরের কাগজ
সাবেক বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকেও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তাদের‌ও আমন্ত্রণ জানানো হবে। বিদেশিদের ফরেন অফিসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন প্রমুখ।

Share.
Exit mobile version