Print Friendly, PDF & Email

রাঙা প্রভাত ডেস্কঃ টাইগারদের পরবর্তী সিরিজ শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ জুলাই তিন ম্যাচের টি২০ সিরিজের মধ্য দিয়ে। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। পরের দিন অর্থাৎ ৩১ জুলাই হবে ২য় ম্যাচ এবং শেষ ম্যাচ হবে ২রা আগস্ট।

উক্ত সিরিজের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান কে দলপতি নির্ধারণ করা হয়। ঢাকার একটি অভিজাত হোটেলে গোপনীয় মিটিং শেষে উক্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। শুধুমাত্র চলতি সিরিজের জন্যই এই নতুন দলপতি নির্ধারণ করলো বিসিবি।

উল্লেখ্য উক্ত টি২০ সিরিজের জন্য সাকিব আল হাসান, মুশফিকুর রহীম এবং মাহমুদুল্লাহ রিয়াদ কে ছাড়াই দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Share.
Exit mobile version