Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি।। গৌরনদীর মাদক ব্যাবসায়ি ফারুককে ইয়াবা সহ গ্রেফতার করে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন র্্যাব।

র্্যাব -৮ বিশ্বস্থ সুত্রে জানতে পেয়ে ৩ আগস্ট বুধবার বিকেল ৫ঃ৩০ দুই জন মাদক ব্যাবসায়ি চন্দ্রহার বাজারের স্টেশনারি দোকানের মালিক মনির খানের বন্ধ দোকানের পিছনে বসে ইয়াবা বেচা কেনা করছেন।

তারিধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্্যাব -৮ এর গোপন টিম ঘটনা স্হানে পৌছিয়ে র্্যাব -৮ এডি মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ফারুক হোসেন -৫০ কে ১৬৯২ পিচ ইয়াবা সহ ধরতে সক্ষম হলেও দেলোয়ার নামক ইয়াবা ব্যাবসায়ি র্্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

মামলা সুত্রে জানা গেছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিঙ্গা গ্রামের ফয়জর আলী খানের পুত্র ইয়াবা ব্যাবসায়ি ফারক ৫০ ও গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের বারেক ব্যাপারির পুত্র ইয়াবা ব্যাবসায়ি দেলোয়ার দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়া ইয়াবা বিক্রি করে আসছেন তারা।

৩ আগস্ট বুধবার ফারুককে গ্রেফতার করের্্যাবের ডিএডি এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারক সহ দেলোয়ারকে আসামী সাব্যস্হ করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।

Share.
Exit mobile version