Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক।। রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার চাপায় প্রাইভেটকারের হতাহত যাত্রীরা বৌ-ভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

সোমবারের এ ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের মোট পাঁচজন। মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।

প্রাইভেটকারে আরোহী ছিলেন মোট সাত জন।

তাদের মধ্যে মারা গেছেন নববিবাহিত হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝর্ণা (২৮), ঝর্ণার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। শুধু বেঁচে আছেন নবদম্পত্তি হৃদয় ও রিয়া। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Share.
Exit mobile version