রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের মরহুম আলহাজ্ব  মৌলভী আবুল হাসেমের সেজো ছেলে আগরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কানাডা দেশের প্রবাসী  একেএম আসাদুজ্জামান (এফসিএ) এর উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার ব্যবস্থা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
এসম ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তার প্রয়াত পিতা মরহুম  আলহাজ্ব মৌলভী আবুল হাসেম ও মাতা মরহুমা  আনোয়ারা বেগম ও শশুর মরহুম মোহাম্মদ ত্বোহা, শাশুড়ি মরহুমা তানজুরুন নাহারের  বিদায়ী রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পবিত্র এ রমজান মাসে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি সকল রোজাদার ব্যক্তিদের জন্য  প্রশংসনীয় ইফতারের ব্যবস্থা করেছেন তিনি।
শুক্রবার (২৮ মার্চ ) উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির রাস্তার মাথা বাজারের বাইতুল নুর জামে মসজিদে ওই ইফতার মাহফিল ও দোয়া মোনাজান অনুষ্ঠিত হয় এতে প্রায় তিনশত রোজাদার ব্যাক্তি অংশগ্রহণ করেন।
এদিকে একেএম আসাদুজ্জামান (এফসিএ) তার মরহুম পিতা ও মরহুমা মাতার জন্য দোয়ার পাশাপাশি ভাই, বোন আত্নীয় স্বজনের শারীরিক সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন ।
 দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলাম। ইফতারের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।
Share.
Exit mobile version