নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ শামিম আহমেদ (এমবিবিএস, এফসিপিএস- মেডিসিন, এমডি- কার্ডিওলজি)। মেডিসিন, ডায়াবেটিস, প্রেসার, বাতজর ও হৃদরোগ বিশেষজ্ঞ।
শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জনান।
তিনি বলেন, ঈদের এই পবিত্র দিনে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি দয়া, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসা প্রকাশ করি। আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করি।
দেশের সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, বরিশালে নিয়মিত রোগী দেখছেন ডা. শামিম আহমেদ।