রফিকুল ইসলাম রনি।। বরিশাল ঢাকা মহাসড়কের গড়িয়ারপার নামক স্থান থেকে ১০ কেজি গাঁজাসহ নয়ন তালুকদার (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাত ১১ টার সময়ে বরিশাল সদর উপজেলার গড়িয়ারপার নামক বানারিপাড়া গামী মাহিন্দ্রা স্টান্ডে টলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।

আটককৃত মাদক কারবারি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়েনের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই তারিকুজ্জমান এবং এএসআই আজমল উদ্দিন ঠাকুর সাঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি করা কালীন রাত অনুমান ১১ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় নামক স্থানে বানাড়ীপাড়া গামী মাহেন্দ্রা স্টান্ডে ১ জন ব্যক্তিকে নীল রঙ্গের ড্রাম সহ অপেক্ষা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য উক্ত ব্যক্তির নিকট গেলে সে পুলিশের আগমন টের পেয়ে ড্রামসহ কৌশলে পালানোর চেষ্টা করে। তখন এসআই তারিকুজ্জামান উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মাদক কারবারির হাতে থাকা কালো রংয়ের ঢাকনাসহ নীর রংয়ের একটি ড্রাম তল্লাশি করে।

তখন ড্রামের মধ্যে এককেজি করে ১০ টি পলিথিনের প্যাকেট মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায় । যার অবৈধ বাজার মূল্য অনুমানিক ৬ লক্ষ টাকা।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার জানান, বিএমপি মাননীয় পুলিশ কমিশনার স্যারের সার্বিক দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানা পুলিশ মাদক উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় থানার টলরত আমাদের পুলিশ সদস্য এসআই তারিকুজ্জমান এবং এএসআই আজমল উদ্দিন ঠাকুর সাঙ্গীয় ফোর্সসহ মাদক কারবারিকে ১০ কেজি গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে বলে জানা যায়। এই সংক্রান্তে এসআই তারিকুজ্জামান বাদী হয়ে এজাহার দাখিলের মাধ্যমে মামলা রুজু করে আসামিকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Share.
Exit mobile version