নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বেইলী ব্রিজ থেকে রাস্তার মাথা বাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে। গত কয়েক দিন থেকেই অনিয়ম করেই চলছে রাস্তা সংস্কারের কাজ। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কারপেটিংয়ের কাজ করছে।

জানা গেছে, উপজেলার আগরপুর ডিগ্রি কলেজ অভিমুখী থেকে রাস্তার মাথা বাজার পর্যন্ত পাকা রাস্তার মাঝে মাঝে কারপেটিং উঠে গিয়ে রাস্তারটির বেহলা দশায় পরিণত হয়। এতে দুর্ভোগে পরেন স্থানীয় লোকজনসহ রাস্তায় চলাচলকারী মানুষ। জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে আগরপুর বেইলী ব্রিজ থেকে রাস্তার মাথা বাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তার কারপেটিং করার ঠিকাদার কাজের শ্রমিক দিয়ে নিম্নমানের পিস্ড ও নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কারপেটিং করছেন।

স্থানীয় রুহুল আমিন ও এলাকার আরো কয়েকজন জানান, শুরু থেকেই কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। রাস্তার পুরাতন কারপেটিং না তুলে ওর উপরেই নামমাত্র সামগ্রী দিয়ে রাস্তায় রোলার করেছে। আবার নিম্নমানের পাথর, ডাষ্ট এবং কম পরিমন বিটুমিন দিয়ে পিচ তৈরি করে রাস্তায় দিয়ে কারপেটিংয়ের কাজ চালানো হচ্ছে। এভাবে অনিয়ম করে কাজ চলতে থাকলে রাস্তা বেশি দিন টিকসই হবে না। সঠিকভাবে রাস্তার কাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share.
Exit mobile version