Print Friendly, PDF & Email

রাঙা প্রভাত ডেস্ক:- রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাব, পল্টন ও খামারবাড়িতে পুলিশকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

১৯ জানুয়ারি রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের এক ক্ষুদে বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

ডিএমপি জানায়, এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০১৯ সালে ঢাকার ওই এলাকাগুলোয় হাতবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর মধ্যে খামারবাড়ির বোমাটি অবিস্ফোরিত ছিল।

Share.
Exit mobile version