বরিশাল অফিস :- মহামারী করোনা দূর্যোগ সময়ের অবশেষে ঘুম ভেঙ্গেছে এনজিও কর্মকর্তাদের। করোনার প্রায় দুইমাস পর সদস্যদের সহায়তার জন্য বরিশালে সর্বপ্রথম রবিবার সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, গ্রামীন ব্যাংক জেলার উজিরপুর উপজেলার ধামুরা শাখার আয়োজনে করোনা ভাইরাস দূর্যোগকালীন সময়ে প্রথম দফায় সোমবার প্রায় দুই শতাধিক সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-চাল ২০ কেজি, আলু ৫ কেজি, চিনি ২ কেজি, তৈল ২ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, সাবান ২টা, ট্যাংক ১টা, লবন ১ কেজি, পিয়াজ ২ কেজি, চিরা ১ কেজি ও নগদ ১২৭০ টাকা।

এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল জোনের জোনাল ম্যানেজার মোঃ সাইদুর রহমান ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম, প্রোগ্রাম অফিসার ইমাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন খান উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version