বরিশাল অফিস :- বাগদা চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে আটককৃত ৩২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা সবাই জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর এলাকার বাসিন্দা।
সোমবার সকালে হিজলা নৌ-ফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার পুরান পল্টন এলাকার মেঘনা নদীর মোহনায় বাগদা চিড়িং ধরার প্রস্তুতির সময় ৩২ জন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ট্রলার, ১৫টি প্লাস্টিকের বালতি ও ১০টি গামলা উদ্ধার করা হয়। পরে তাদের রবিবার বিকেলে হিজলা উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। তিনি (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩১ জনকে এক মাস করে এবং একজনকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।