রাঙা প্রভাত ডেস্ক :- বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার। আক্রান্ত সোয়া ৪৭ লাখ। নতুনভাবে সংক্রমিত ৯৬ হাজার মানুষ। একদিনে ৪ হাজার ৪শ’ মৃত্যু।

করোনায় যুক্তরাষ্ট্রে ৯০ হাজার ছাড়ালো প্রাণহানি। সাড়ে ২৩ হাজার মানুষ নতুনভাবে সংক্রমিত। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ। একদিনে ১২শ’র বেশি মৃত্যু।

করোনাভাইরাসের বর্তমান হটস্পট- ব্রাজিলে ১৫ হাজার ৬শ’ ছাড়িয়েছে প্রাণহানি। একদিনে সাড়ে ৮শ’ মৃত্যু। নতুনভাবে সংক্রমিত প্রায় ১৫ হাজার। মোট আক্রান্ত দু’লাখ ৩৩ হাজারের বেশি।

সর্বোচ্চ সংক্রমণের তালিকায় ৩য় দেশ- রাশিয়া। দেশটিতে আরও ৯ হাজার ২শ’ করোনা রোগী শনাক্ত হয়েছে গেলো ২৪ ঘণ্টায়। মোট আক্রান্ত পৌনে তিন লাখ। শনিবার রেকর্ড ১১৯ মৃত্যুতে, প্রাণহানি ছাড়িয়েছে ২৫শ’।

ব্রিটেনে করোনায় ৩৪ হাজার ছুইছুই প্রাণহানি। একদিনে ৩৮৪ জন মারা গেছেন। মোট আক্রান্ত দু’লাখ ৩৭ হাজারের মতো। নতুনভাবে সংক্রমিত সাড়ে ৩ হাজার।

ইতালিতে করোনায় ৩১ হাজার ছাড়ালো মৃত্যু। একদিনে দু’শোর বেশি প্রাণহানি। আক্রান্ত ২ লাখ ২৪ হাজারের কাছাকাছি। নতুন শনাক্ত ৮শ’র মতো।

স্পেনে মোট মৃত্যু ২৭ হাজারের বেশি। আক্রান্ত দু’লাখ ৭৪ হাজারের ওপর। একদিনে প্রাণ হারালেন ১৩৮; নতুনভাবে শনাক্ত ১৭শ’র বেশি।

ফ্রান্সেও সাড়ে ২৭ হাজার প্রাণহানি। একদিনে ১০৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৩৬ জন।মোট আক্রান্ত এক লাখ ৮০ হাজারের কাছাকাছি।

Share.
Exit mobile version