মুখোশ মানব
ওবায়দুল হক

প্রকৃতির চাপা ক্ষোভে
মহামারী ফেরারি,
বিষে ভরা ধরা আজ
মৃত্যুর নগরী।
.
ওরে তোরা ঘরে যা
ভয়ে গোটা বিশ্ব,
তামাশার খেয়ালে
হয়ে যাবি নিঃস্ব।
.
কি কারণে কেটেছিলি
শিমূলের ডাল,
ডাস্টবিন করে দিলি
গরীবের খাল।
.
বালু ভরা মাঠঘাট
পোড়া ইটে গাঁ,
সবুজে পাখি রব
দেখা মেলে না।
.
অদৃশ্য আত্মা
পাপেরই ফসল,
ভেতরটা ধুঁয়ে মুছে
দিল দোর খোল।
.
মুখোশ মানবে ভরা
গোটা দুনিয়া,
মহামারী বুঝি আর
ছাড় দিবে না!

১৬/৫/২০২০ খ্রিঃ

Share.
Exit mobile version