বরিশাল অফিস :- দেশে যখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সেই সময়ে বরিশাল নগরীর মার্কেটগুলোতে উপচেপরা ভিড় জমেছে।

প্রতিদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতার পাশাপাশি জরিমানা করা সত্বেও নগরীর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটায় সরকারের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। ফলে মঙ্গলবার থেকে ফের মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার সকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য চালু কিংবা বন্ধ করার বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালুর নির্দেশনা থাকলেও অধিকাংশ দোকান-পাট ও শপিংমলগুলোতে ক্রেতা-বিক্রেতাগণ সেটি প্রতিপালন করেননি। ফলে জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সভার সম্মিলিত সিদ্ধান্তে প্রশাসন ব্যবসা-বাণিজ্য পুনরায় মঙ্গলবার থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

Share.
Exit mobile version