বরিশাল অফিস :- ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় বরিশালে ২ লাখ ৪০ হাজার মানুষের জন্য প্রস্তুত রয়েছে এক হাজার ৫১টি আশ্রয় কেন্দ্র। সোমবার সকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, আস্ফান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘আম্ফান’ মোকাবেলার জন্য ইতোমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশাপাশি জেলার সকলস্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার, মাঠে থাকা বোরো ধান দ্রæত কেটে ফেলার ব্যবস্থাকরণ করতে কৃষককে পরামর্শ প্রয়োজনে তাদের ধান কাটতে সহযোগিতা করা, প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্ব, সিপিপি, রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দূর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুত রাখা, জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share.
Exit mobile version