রাঙা প্রভাত ডেস্ক :- ঘূর্ণিঝড় আম্পানে যশোরে কয়েক হাজার ঘরবাড়ি ভেঙ্গে গেছে। টিন দিয়ে নির্মিত ঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। করোনার মধ্যে এমনিতেই মানুষ রয়েছে সমস্যার মধ্যে। এরপর এই ঘুর্ণিঝড়ে ঘরহারা মানুষগুলো অনেক কষ্টের মধ্যে আছে।

রাত পোহালেই কাল ঈদ। কিন্তু ঘর হারা মানুষগুলো এখন ঈদের আনন্দ নয়, ঘর মেরামত নিয়ে ব্যস্ত। ঈদের আনন্দ তাদের কাছে ম্লান হয়ে গেছে। আশ্রয়হীন মানুষের আশা সরকার তাদের পাশে এসে দাঁড়াবে।

যশোরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শার্শা, চৌগাছা, মণিরামপুর এবং যশোর সদরের একাংশ। ১শ ৩৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়া এবং তা দীর্ঘস্থায়ী হওয়ায় ক্ষতি হয়েছে বেশি।

Share.
Exit mobile version