বরিশাল অফিস :- করোনার কারণে ঈদগাহের পরিবর্তে নগরীসহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসময় জীবাণু নাশক স্প্রে ছিটিয়ে আর নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন সকাল আটটা থেকে পর্যায়ক্রমে ঈদের নামাজ শুরু হয়।

অপরদিকে করোনা সচেনতায় নগরীর অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে নিজ নিজ বাসা ও বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের দিন সকাল আটটায় নগরীর কালেক্টরেট মসজিদে নামাজ আদায় শেষে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, এবারের ঈদ ভিন্নভাবে এসেছে। তাই করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ঈদ সামাজিক উৎসব তাই ইসলামী ফাউন্ডেশন নির্দেশিত নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়েছে। সারাবছর যেন ঈদের আনন্দ থাকে সেজন্য নিজ ও নিজের পরিবারকে সুস্থ্য রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহবান করেন।

Share.
Exit mobile version