বরিশাল অফিস :-  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ এবং উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ থাকা ৬৫ বছরের বৃদ্ধ আব্দুস সাত্তার মারা গেছেন। তিনি পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা এলাকার বাসিন্দা। একই হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত করা হয়।

অপরদিকে করোনার উপসর্গ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার হারিপালা গ্রামের ৫০ বছরের এক ব্যক্তি, চরফ্যাশনের নীলকমল এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ ও নগরীর আলেকান্দা কাজিপারা এলাকার ৭৫ বছরের আরেক বৃদ্ধ শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সূত্রমতে, গত ৩০ এপ্রিল শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া গলাচিপার কলাগাছিয়া গ্রামের গৃহবধূ মনিরা বেগম (৩৫) ও মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন মজুমদার (৩৫) করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।

অপরদিকে জেলায় সোমবার নতুন করে মেট্রোপলিটন পুলিশের ১৬ জন সদস্য ও উপ-মহাপুলিশ পরিদর্শক কার্যালয়ের একজন কর্মকর্তাসহ শেবাচিম হাসপাতালের দুইজন নার্স, একজন টেকনলজিস্ট, একজন কার্পেন্টার ও একজন পরিচ্ছন্নতাকর্মী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন চিকিৎসক, নগরীর বিভিন্ন এলাকার ১৫ জন, এনসিসি ব্যাংক ও জনতা ব্যাংকের একজন করে দুইজন ব্যক্তি, সদর উপজেলার বাসিন্দাসহ মোট ৪৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এর আগেরদিন (রবিবার) জেলায় নয়জন চিকিৎসক, সাতজন পুলিশ সদস্যসহ ৪০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

Share.
Exit mobile version