বাবুগঞ্জ প্রতিনিধি: টেকসই নগর প্রতিষ্ঠার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন৩০ বিশ্ব পরিবেশ দিবসে করোনায় মৃত্যু ব্যক্তিদের স্মরণে “কোভিড ট্রি” নামে প্রজেক্টের আওতায় ফলজ গাছ রোপনে কর্মসূচী হাতে নিয়েছেন। প্রতি সপ্তাহেই এমন ফলজ গাছ রোপন করবে দেশের প্রতিটি জেলায়।
স্বেচ্ছাসেবী সংগঠন কোভিড ট্রি নামে’ স্বপ্ন৩০’ প্রজেক্টের আওতায় দেশে যতজন মানুষ করোনা ভাইরাস এ মৃত্যু বরণ করছে প্রতিজনের স্মরনে একটি করে ফলজ গাছ রোপন করবে তাদের আত্মার শান্তি কামনায়।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন৩০ এর স্বেচ্ছাসেবীদের কে স্বপ্ন৩০ এর ৩০ মিনিট ক্লাব নামে ফেসবুক গ্রুপে যুক্ত রেখে নিয়মিত যোগাযোগের মাধ্যমে গাছগুলোর বেড়ে উঠা নিশ্চিত করবে। এর সুফল ভোগ করবে স্থানীয় দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। যা স্থানীয় সরকারি প্রশাসন উক্ত ব্যবস্থাপনার সুষ্ঠু বন্টনের সার্বিক সহযোগিতা করেবেন।
বরিশাল বাবুগঞ্জ উপজেলা থেকে
গত ৫মে শুক্রবার বিকেলে ৫টায় “আলোকিত বাবুগঞ্জ পত্রিকার” সম্পাদক সাইফুল রহিম বাবুগঞ্জ উপজেলা জাতীয় ঈদগাহ মাঠ চার পাশে বৃক্ষ রোপন এর মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন৩০ প্রতিষ্ঠাতা ও চীফ নির্বাহী লিও নিয়ায মাছউদ খান, খানসন্স গ্রুপের অফিসার যে শহীদুল ইসলাম, স্বপ্ন৩০ বিভাগীয় জনসংযোগ সম্পাদক সালমান এবং অর্থ সম্পাদক তালহা খান।
Share.
Exit mobile version