আনকোরা ঘাস

মুহাম্মদ সাঈদ

মধুরীমা নেই বলে, এই মধুমাসে
আসেনা ভোরের পাখি, আমার তালাশে,
বসেনা বয়েসী দিন, মধ্যাহ্নের গান
তবে’কি আমার মধু,  এখনো পাষাণ!

সাতটি সতেজ স্নেহ, এক নিঃশ্বাসে
ছিড়েখুঁড়ে দিয়ে গেছে, আনকোরা ঘাসে
বাহারি ঘুমের দেশে, কালের সাম্পান
এখন নেয়না আর, নক্ষত্রের ঘ্রাণ!

বনেদী সুতোর টানে, রঙচটা ঘুড়ি
নাটাই ছাড়িয়ে আজো, করে ওড়াওড়ি,
কথার তুবরি দিয়ে, কাটে কাচা ধান
ভাটা খালে ভাই তার, উজানে বাজান!

দিনে দিনে দীর্ঘ করে, দুঃখের দ্রাঘিমা
মধ্যসত্বে সুখে আছে,  প্রিয় মধুরিমা!

Share.
Exit mobile version