বিদায়ের ক্ষণে

আহসান হাবিব

দিল মোর করে ফিল
অসহায় অসহায়
লোকে ভুল ভাবে হায়
কাঁদে মন ভাবনায়।

মন আজ কেনো জানি
যেতে চায় অজানায়
সবি ছিলো ভুল মোর
জীবনের মোহনায়।

বেদনার নীল রঙে
ভরে আছে মনটা
কবে জানি বেজে যায়
বিদায়ের ঘন্টা।

করো সবে দোয়া টুকু
বিদায়ের সেই ক্ষণে
ক্ষমা করে দিয়ে মোরে
রাখিও গো মনে।

সবকিছু ছেড়ে হায়
চলে যাবো একাকি
মরণের পরে হবে
কারো সাথে দেখা কি?

“মরণ খেলা “

বিশ্ব কাঁপে সমান ধাপে
যে করোনার ভাইরাসে
মৃত্যু কাছে আসছে তেড়ে
কার কপালে মাইর আছে!

জীবন প্রদীপ কখন জানি চিরতরে যায় নিভে
চারিদিকে মরণ খেলা
মরলে মাটি কে দিবে।

ওগো প্রভু আর নিও না
জীবন ভিক্ষা চাই তো
তোমার হাতে বাঁচা মরা
আর তো উপায় নাই তো।

এই জগতের মালিক তুমি
তুমি হলে একজনা
সবার তরে রহম করে
ধ্বংস করো করোনা।

তাওবা করে ক্ষমা পেতে মোনাজাতে হাত তুলি
চলবো না আর ভুলের পথে
যাবো না তোমায় ভুলি।

জাতিরজনক বঙ্গবন্ধু

দেশের জন্য লড়াই করে
অমর হলেন যিনি
সবার মাঝে আছেন বেঁচে
শেখ মুজিবুর তিনি।

টুঙ্গিপাড়ায় জন্ম নিলেন নামটি বীরের খাতায়
সাত-ই মার্চের ভাষণ যে তার ইতিহাসের পাতায়।

দেশকে তিনি ভালোবেসে
করেন জীবন দান
বাংলা মাটি খাঁটি করে রাখেন সবার মান।

লাল সবুজের পতাকা আজ
উড়লো বিজয় শেষে,
বঙ্গবন্ধুর কীর্তি শুনো সোনার বাংলা দেশে।

ভেঙে যায় মন

মায়া ভরা মুখ তোর
বড় ভালোবাসি
মন চায় বারেবারে
আমি ছুটে আসি।

ধরে তোর হাত দুটি
বুকে টেনে নেবো
কপালেতে চুমি আর
ভালোবাসা দেবো।

এ মনের চাওয়া পাওয়া
পড়ে আছে দূরে
ভেঙে যায় মন তাই
বেদনায় পুড়ে।

পা দুটি শিকলেতে
বাধা পড়ে আছে
বল সখি কি করে
আসি তোর কাছে?

অঝরে কেঁদে মরে
এই মন প্রাণ
বুকে মোর সুর বাজে
শুনে যা জান।

তবু আমি তোর বুকে
পেতে চাই ঠাঁই
সব বাধা পাড়ি দিয়ে
আসবো রে তাই।

বর্ণমালার গান

আয় খোকারা আয় খুকিরা
আয়রে তোরা আয়
বর্ণমালা শিখবি তোরা
আপন মহিমায়।

ভাষা নিয়ে চর্চা হবে
করবে ছড়া পাঠ
ছড়ায় ছড়ায় মন জাগাবে
খুলবে ছড়ার হাট।

বাংলা ভাষার বর্ণ দিয়ে সাজিয়ে ছড়ার ঢেউ
ছড়ার মাঝে হারিয়ে যাবি জানবে না তো কেউ।

বর্ণমালায় গুনগুনিয়ে
গান গাবি আজ আয়
ভাষার এ মাস আসলো ফিরে ডাকছে খোকা মায়।

Share.
Exit mobile version