দুরত্ব

মেহেদী মেহেবুব

“দুরত্ব হোক তোমার আমার আকাশ পাতাল সম, দুরত্ব হোক রোদ বৃষ্টির মত, দুরত্ব হোক স্বজন হারানো যেমন বিচ্ছেদের সুর দুরত্ব হোক দেখা না দেখার অনুভূতি বিশাল আয়োজন, দুরত্ব হোক বিয়ের আয়োজন, অতঃপর যবনিকা।

দুরত্ব হোক ভাই বোন সম্পর্ক..

দুরত্ব হোক মনের সহস্র মাইল দূরে দুরত্ব হোক নাটাই ঘুড়ির দৈর্ঘ্য দুরত্ব হোক মানবতার জয়, বাঁচার ইচ্ছে দুরত্ব হোক প্রাসাদের মত, কুঁড়েঘর নেই। দুরত্ব হোক আমার এবং আসমানী’র বর্ণির প্রেম

দুরত্ব বেঁচে থাক, মহামারী কাটবেই দুরত্ব বেঁচে থাক, প্রেম প্রীতি আসবেই দুরত্ব বেঁচে থাক, পৃথিবী সুস্থ হবেই!

যেমনী দুরত্ব রেখেছে আমার শরীর ও মোন.. কলম খাতা
এবং ভার্চুয়াল জগত।

ভালো থেকো দুরত্ব, বিনম্র শ্রদ্ধা।

চাটখিল, নোয়াখালী ২৯/০৪/২০২০

 

অনুগল্প লকডাউন

মেহেদী মেহেবুব

“এই আমি
এই ঘর, সামান্য আলো, অগোছালো চৌকি, কয়েকটা ইউনিফর্ম, কয়েল পোড়া গন্ধ, ফেসবুক, আর চব্বিশটা ঘন্টা।, কতগুলো পুস্তক…

দুটো মাস্ক, স্যানিটাইজার, সাবান পানি এসব মিলে কোয়ারান্টাইন….

আর সবাই বাহিরে। বন্ধুবান্ধব। স্বজন। কেউ ঘরে নেই। এমনকি আমার মোন। এই মাত্র দেশে গেল। আমি নিশ্চিত, এককাপ করোনা খেয়ে ফিরবে…?

ক্ষুদা, ক্ষুদা, চারিদিকে অসম্ভব ক্ষুদা। ক্ষুদার রাজ্যে কিসের ব্যধি, কিসের মহামারী? কিসের এত আয়োজন? চলছে, শরীর লকডাউন মানলেও মোন মানছে না…।

দেখবেন, ও ফিরলেই, বাড়ি পুলিশ আসবে, আইশলুয়েশন নেবে, মোবাইল কোর্ট শাস্তি দেবে…

মরিবেও। কিন্তু মোন মরিলে বিচার করবে কে?

আদালত বন্ধ।
তবুও মোন একের পর এক লকডাউন ভাঙ্গছেই..

মেহেদী মেহেবুব
চাটখিল, নোয়াখালী।
২৮ এপ্রিল,২০২০!

 

অনুগল্প।। থামুন….

মেহেদী মেহেবুব

“রাতঘুম নামতা পড়ে জীবনের এত সব আয়োজন সব ঘুনে খেল। আমাদের ব্যস্ততা মহামারীর পিঠ ঠেলে উদ্ভট হাতির পিঠে গণমানুষের আনন্দ যাত্রা। সামনে ইদ। থামুন, একটু থামুন! পকেট ভর্তি মৃত্যু…. প্লিজ দৌড়াবেন না। শুনুন, কে শোনে, নাছোরবান্দা মৃত্যু,… আমাদের কি?

থামুন, থামতে আপনাকে হবেই।

বাহ।
থেমে গেছে….।
চাইনিজ দোকানে থেমেছে, সঙ্গে পাশের বাড়ির মঈনুদ্দিন, মিল্কির মা, আর আশরাফ কাকু। আরও শ খানেক..ইদশৈলি, মূল্যবান বাজার।

জানাজার ময়দান ফাঁকা, স্বজনহীন দাঁড়কাক। বেসুরো গলায় ডাকছে। কোথাও কেউ নেই…..

কত করে বলেছি,
ইউনিফর্ম পড়া মিস্ত্রিগুলো, আর ঘেউ ঘেউ করবে না।
মৃত্যু নিয়ে খেলতে নেই….থামুন।

(সবার আনন্দ বাঁচক, মৃত্যুও বাঁচুক। মরে যাক, ধুয়ে যাক এ মহামারী)

চাটখিল, নোয়াখালী
১৬ মে, ২০২০

Share.
Exit mobile version