কামাল উদ্দিন টগর, নওগাঁ :- নওগাঁর পতœীতলায় বিষাক্ত সাপের দংশনে আব্দুল জলিল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯জুন) রাত আড়াইটার দিকে ওই কিশোর মারা যায়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমবাটি গ্রামে সাপের দংশনের ঘটনা ঘটে। আব্দুল জলিল গ্রামের নইম উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল জলিল ঘরের ভেতর চৌকিতে এবং তার বাবা-মা মেঝেতে শুয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে সাপ প্রবেশ করে আব্দুল জলিলের কানে কামড় দিয়ে থাকে। বিষাক্ত সাপের দংশনে যন্ত্রণায় কানে হাত দিয়ে সাপ ধরে চিৎকার দেয় আব্দুল জলিল। পরে তার চিৎকারে বাবা ঘুম থেকে উঠে সাপটি মেরে ফেলেন।

স্থানীয় পাটিচাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হানুল আলম বলেন, ছেলেটি ঘুমের মধ্যে সাপটি ধরে। পরে বাবা-ছেলে মিলে সাপটিকে মেরে ফেলে। শুনেছি স্থানীয়ভাবে ওঝা-কবিরাজ দিয়ে ঝাঁড়-ফুক করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য-কমপেক্সে নেয়ার পথেই মারা যায়।

পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Exit mobile version