চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়াতে হবার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে এতো বড় আয়োজন নিয়ে শংকায় আইসিসি।

তাই বিশ্বকাপ আয়োজন সম্ভব কি সম্ভব না- তা নিয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। এজন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। বুধবার আইসিসি’র অনলাইন সভায় এমনটাই জানানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই সভায় সকলেই পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি তুলে ধরেছেন। সভা শেষে এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সনি জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের সিদ্ধান্তটি যাতে বিফলে না যায়, এজন্য জুলাই পর্যন্ত বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষন করবেন তারা। সকলের সাথে পরামর্শ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় আইসিসি।

Share.
Exit mobile version