আরিফ হোসেন, জেষ্ঠ্য প্রতিবেদক  :-  ১১ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এর মধ্যে বাবুগঞ্জ উপজেলায় শনাক্ত হয়েছে ৩ জন ।
বৃস্পতিবার শনাক্ত হওয়া ৫১ জন সহ অদ্যাবধি এ জেলায় ৮১০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় করোনা আক্রান্ত ০২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১২৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

১১ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। তথ্য পাওয়া ০১ জনসহ অদ্যাবধি এ জেলায় ১০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০১ জন ব্যক্তি, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৩ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্স, ০১ জন মেডিকেল টেকনোলজিস্ট, ০২ জন স্টাফ সহ ০৬ জন, সদর জেনারেল হাসপাতালের ০১ জন চিকিৎসক, বানারিপাড়া উপজেলার ০৬ জন, উজিরপুর উপজেলার ০৩ জন, বাবুগঞ্জ উপজেলার ০২ জন, বাকেরগঞ্জ উপজেলার ০৫ জন, হিজলা উপজেলার ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন পুলিশ সদস্যসহ ০২ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত হাটখোলা, বাজার রোড, আলেকান্দা, ভাটিখানা প্রত্যেক এলাকার ০২ জন করে ০৮ জন, বটতলা, সাগরদি, রুপাতলি, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, পলাশপুর, সদর হাসপাতাল রোড, চাঁদমারি, কাশিপুর, বগুড়া রোড, ফকিরবাড়ি, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ১২ জন, সদর উপজেলাধীন কালিজিরা এলাকার ০১ জনসহ ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৬৪৫ জন, উজিরপুর উপজেলায় ২৯ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৫ জন, হিজলা উপজেলায় ০৬ জন, বানারীপাড়া উপজেলায় ১৯ জন, মুলাদী উপজেলায় ১২ জন, গৌরনদী উপজেলায় ১৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ জন করে মোট ৮১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্স, ০১ জন মেডিকেল টেকনোলজিস্ট, ০২ জন স্টাফ সহ ০৬ জন, সদর জেনারেল হাসপাতালের ০১ জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ০৭ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ০৭ জন সহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১১৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

Share.
Exit mobile version