বরিশাল অফিস :- জেলার আগৈলঝাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। পরে তার নমুনা সংগ্রহ করার পর বিশেষ স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জ্বর, সর্দি ও কাশি নিয়ে মৃত ওই কিশোরের বাড়িসহ পাশ্ববর্তী ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

অপরদিকে নতুন করে পুলিশ, চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টসহ গত ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে ৫১ জন ব্যক্তির শরীরের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৮১০ জন। নতুন করে করোনা আক্রান্ত দুইজনসহ জেলায় মোট ১২৭ জন ব্যক্তি সুস্থ্যতা লাভ করে বাড়িতে ফিরেছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার ১০ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

Share.
Exit mobile version