শুধু তোমার জন্য

—-উৎপল চক্রবতী.

এ রিদয় আজ বিদ্রোহী তব তোমারি জন্য.
রণে রণংগণে প্রস্তুুত আমি তোমারি ভালোবাসার জন্য.
এ- বিদ্রোহে রয়েছে মোর. দোরহো আর কোরোধের তেজস্ক্রিয়া. আমি আজ প্রলয় রুদ্র মূর্তি করে দেবো ধবংশের মহাযগগ. শুধু তোমার ভালোবাসার জন্য. ওরা তোমায় মেরে ফেলবে আহুতি দেবে. তোমার শব দেহ নিয়ে.
নৃত্য করবো নটরাজের মতো.
সে নৃত্যে প্রলয় ঘটবে.
ধবংশ হবে রাক্ষস পুড়ী. ইতিহাস ঘটবে প্রজন্ম প্রজন্মতরে. প্রেমের অগ্নি শিখায়.
এ – সব শুধু তোমার জন্য. শুধুই ভালবাসার জন্য ..

লেখার তাং*–16/5/2018.

Share.
Exit mobile version