বালিকা জানেনা কতটা সে কাঁদে কতটা কাঁদায়

নাসরিন সিমির

বালিকা জানেনা কতটা সে কাঁদে কতটা কাঁদায় কতটুকু বিষে জর্জরিত হয় হৃদয় নীল দংশনে জ্বলে ওঠে সমস্ত পাঁজর ভেঙে হু হু করে বুকের ভেতর একটা ছায়ামানুষ লুকিয়ে থাকে সমস্ত হৃদয় জুড়ে তারপর কেবলই আর্তনাদ কেবলই কান্না তবুও ভালবাসা মরে যায় না।

বালিকা জানেনা কতটা সে কাঁদে কতটা কাঁদায় কতটুকু ভাঙল কতটুকু জমা হয় গর্ভে তীর ভাঙা ঢেউয়ের শব্দ কতটুকু বিষাদের কতটুকু কাঁপন ধরিয়ে দেয় বাতাসে তারপর কেটে যায় কিছু সময় নিস্তব্ধ চারিদিকে শুধু জলের চিৎকার সে যেন শুধু জলের ভেতর লুকোচুরি।

বালিকা জানেনা কতটা সে কাঁদে কতটা কাঁদায় কতটুকু প্রেমে পাপবিদ্ধ হয় সে তারপর কফিনে বন্দী করে নিজেকে গুমোট অন্ধকারে নিমজ্জিত হয় প্রতিটি নিঃশ্বাস ভেসে বেড়ায় আঁতুড়ঘরে পূনর্জন্মের অপেক্ষায় থাকে যেন আবার পোড়া হৃদয়ের গভীরে ক্ষতচিহ্ন ভালবেসে।

Share.
Exit mobile version