আরিফ হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক :- প্রতিদিন আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে বাবুগঞ্জ উপজেলায়।  নতুন করে চাঁদপাশা ইউনিয়নে এক ইউপি সদস্য ও পশ্চিম রহমতপুর এলাকার এক নারী সহ অদ্যাবধি মোট ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।

রোববার ১৪ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।  শনাক্ত হওয়া ৫২ জন সহ অদ্যাবধি এ জেলায় ৯২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার ১৪ জুন এ জেলায় করোনা আক্রান্ত ৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৪৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
১৪ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

রোববার ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলাধীন ০৬ জন, উজিরপুর উপজেলার ০৪ জন ও বাবুগঞ্জ উপজেলার ০১ জনসহ মোট ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রোববার শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, উজিরপুর উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৮ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসক, ০২ জন নার্স ও ০২ জন স্টাফসহ ০৫ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত রুপাতলি এলাকার ০৬ জন, কালুশাহ সড়ক এলাকার ০৩ জন, নতুন বাজার এলাকার ০২ জন, কলেজ রোড, কালিবাড়ি রোড, ভাটিখানা, আলেকান্দা, ২৪ নং ওয়ার্ড, নাজির মহল্লা, কাশিপুর, কাউনিয়া, সিএন্ডবি, কাটপট্টি প্রত্যেক এলাকার ০১ জন করে ১০ জন, সদর উপজেলাধীন বিভিন্ন এলাকার ০৫ জনসহ মোট ৪১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের  চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৭৪৩ জন, উজিরপুর উপজেলায় ৩৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৫ জন, হিজলা উপজেলায় ০৬ জন, বানারীপাড়া উপজেলায় ২০ জন,  মুলাদী উপজেলায় ১২ জন, গৌরনদী উপজেলায় ২০ জন, আগৈলঝাড়া উপজেলায় ১১ জন করে মোট ৯২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রোববার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শনাক্ত হওয়া ০১ জন চিকিৎসক, ০২ জন নার্স ও ০২ জন স্টাফসহ মোট ০৫ জন মিলিয়ে অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১২২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

Share.
Exit mobile version