বরিশাল অফিস :- বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এলাকা সম্পূর্ণ লকডাউন করতে সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল সার্জনকে অবহিত করে তা দ্রæত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

করোনা সংক্রমণের ব্যাপকতার কারণে বিসিসি এলাকা ইতোমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস করা নগরীতে সোমবার পর্যন্ত ৭৪২ জন ব্যক্তি করোনা সংক্রমণের শিকার হয়েছে।

সোমবার রাতে বরিশালের সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমাকে ফোন করে তাদের দেয়া নির্দেশনা দ্রæত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনা বাস্তবায়নে সুপারিশ করে বরিশালের সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে।

বরিশাল মেট্টেপলিটন পুলিশ কমিশনার শাহবুদ্দিন বলেন, লকডাউন বাস্তবায়নে নির্দেশনা কার্যকরের জন্য বেশ কিছু পূর্বপ্রস্তুতি ও বিভিন্ন বিষয় রয়েছে। তা সম্পন্ন করার পরই লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ জন্য সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ছাড়াও বেশ কিছু মহলের সাথে আলোচনার করে লকডাউন বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সিটি কর্পোরেশন এলাকা লকডাউন করার জন্য নির্দেশনা দিয়ে অতিদ্রæত তা বাস্তবায়ন করতে বলেছেন। এছাড়া রেড জোন হিসেবে চিহ্নিত এলাকা লকডাউন করার ক্ষেত্রে প্রদত্ত সকল শর্ত শতভাগ কার্যকর করার কথাও বলেছেন। সেভাবেই সকল কর্মকান্ড এগিয়ে নেয়া হচ্ছে।

সূত্রমতে, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে বরিশাল মহানগরীতে। আর তাই রেড জোনের আওতায় আসছে সিটি এলাকা। এরইমধ্যে কোন কোন ওয়ার্ড বা এলাকা রেড জোনে থাকবে তা চিহ্নিত করা হয়েছে। আজ মঙ্গল অথবা বুধবারের মধ্যেই ওইসব এলাকা রেড জোন মানে পুরোপুরি লকডাউন ঘোষণা করতে পারে সংশ্লিষ্ট প্রশাসান।

সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও বরিশাল জেলার কোন কোন উপজেলা এবং ইউনিয়ন (রেড, ইয়োলো, গ্রিন) লকডাউন বা অবরোধ করা হবে সে বিষয়েও অনেকটা সিদ্ধান্তে পৌঁছেছে স্বাস্থ্যবিভাগ। ইতোমধ্যে জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় এ সংক্রান্ত নোটিশ প্রেরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে বৈঠক শেষে জোন ভিত্তিক লকডাউনের বিষয়ে ঘোষণা আসতে পারে। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী বিভাগের ছয় জেলার মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের হার সব চেয়ে বেশি বরিশাল জেলায়। আবার জেলার মধ্যে বেশী বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়।

Share.
Exit mobile version