তুমি আমার মতোন হবে

আল আমিন জুয়েল

সেইতো অপেক্ষায় থাকি বৃষ্টির,
আচ্ছা তুমি বৃষ্টি হতে পারো না!
বৃষ্টির মতোন ছুঁয়ে যাওনা না আমায়!
দমকা হাওয়ায় এলোমেলো করো
অনাহুত বেদনা দিয়ে গাঁথা মালা।
যেমন করে তোমার নিয়মের কড়ায়
এলোমেলো করো সকল অনুভূতি,
তুমি তেমন কোনো ঝরো বৃষ্টি হও!

আচ্ছা, তুমি ডানা মেলা শঙ্খচিল হবে!
উড়িয়ে নিবে সাদা ওই মেঘের দেশে,
যারা উড়ে দূর আকাশে দীর্ঘ শ্বাসে
উড়বো আমি তাদের কাছে তোমার সাথে!
উড়ে উড়ে চোখে যদি ক্লান্তি আসে
শান্তিতে ঘুমিয়ে রবো তোমার ডানায়
ভাবছো আমি ভয় পাবো কি!
কি করে তা ভাবো তুমি খেলার ছলে,
তুমিই আমার শেষ ভরসা
আর কী আছে জানার বাকি!
কিন্তু আমি রাখবো চেপে ডানা দু’টি
দেওনা যতো হাওয়ায় হাওয়ায় ডানায় ঝাকি।

তোমায় আমি আমায় দিব সর্ব ত্যাগে,
আমায় তুমি বিশাল কোনো আকাশ দেবে?
রাতের কোলে সূর্য ঢলে যেমন করে
চাঁদের শরীর উল্লসিত আলোর তরে
তেমন করে ঐ আকাশে আমিও রবো
রোদ-বৃষ্টির কঠোরতা সবই সইবো
আকাশ টাতে তুমি রবে আমি ও রবো।

Share.
Exit mobile version