নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় করোনা ভাইসাসের কারনে বেকার কর্মহীন হয়ে পড়ায় জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের বিভিন্ন দপ্তরর সহায়তার জন্য স্মারক লিপি প্রদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নওগাঁ শহরের কারিনা সুপার মার্কেটর নিজস্ব অফিসে জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল ইসলাম আলাল, সাধারন সম্পাদক চন্দন কুমার সাহা, সহ-সাধারন সম্পাদক দিলীপ চৌহান,নিমাই চাঁদ সাহা।

এসময় বক্তারা বলেন,বাংলাদেশে করোনা ভাইরাসের কারনে সকল প্রকার সরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সভা-সেমিনার সহ অন্যন্যা অনুষ্ঠান সম্পন্নভাবে বন্ধ থাকার কারণে বেকার কর্মহীন হয়ে পড়ার কারণে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এবং এ্যাসোসিয়েশন পরিচালনা করা হুমকির মূখে দাঁড়িয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের সকল সদস্য সহ অন্যন্যা ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version