বরিশাল অফিস :- বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে শুক্রবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে বরিশাল সদর জেনারেল হাসপাতালের চর্ম ও যৌণ রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এমদাদ উল্লাহ খানের মৃত্যু হয়েছে।

ডাঃ মোঃ এমদাদ উল্লাহ খান (৫৮) নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা মৃত আব্দুল মজিদ আহম্মেদ খানের পুত্র ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১২ তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি বরিশাল সদর জেনারেল হাসপাতালের চর্ম ও যৌণ বিভাগের সিনিয়র কনসালটেন্ট পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনার উপসর্গ নিয়ে দুইজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এর পূর্বে প্রথম মৃত্যু হওয়া চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন করোনা আক্রান্ত ছিলেন। ঢাকায় নেওয়ার পর বাড্ডার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নগরীর বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।

তবে শুক্রবার মৃত্যু হওয়া ডাঃ এমদাদ উল্লাহ খান করোনা আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবাচিমের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ এসএম মনিরুজ্জামান জানান, ডাঃ এমদাদ উল্লাহকে করোনার উপসর্গ নিয়ে গত ১৮ জুন বিকেলে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। সেখানে তার শ্বাসকষ্ট শুরু হলে শুক্রবার দুপুরে তাকে নিবির পর্যবেক্ষনের জন্য আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ এমদাদ উল্লাহর মৃত্যু হয়।

Share.
Exit mobile version