একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি :- নওগাঁয় নতুন করে ১ পুলিশ সদস্য এবং ১ ব্যাক কর্মকর্তাসহ ৩ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১ ব্যাক কর্মকর্তাসহ ২ জন এবং সাপাহার উপজেলায় ১ জন পুলিশ সদস্য। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ মোট আক্রান্তের সংখ্যা ২৩৯ জন।

অপরদিকে মান্দা উপজেলায় আনিছুর রহমান নামের এক স্বাস্থ্য পরিদর্শক করোনা উপস্বর্গ নিয়ে রাজশাহীূ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। উক্ত আনিছুর রহমান মান্দা উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা। তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।

তাঁর জ্বর সর্দিসহ করোনা উপস্বর্গ দেখা দেয়। ব্যপকভাবে অসুস্থ্য হওয়া সত্বেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁর ছুটি মঞ্জুর করেনা। মারাত্মক লক্ষন দেখা দিলে তাঁকে ১৭ জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্ত্তি করা হয়। ১৮ জুন তাঁর নমুনা সংগ্রহ করে পরক্ষার জন্য প্রেরন করা হয়। পরীক্ষার ফলাফলের রিপোর্ট পাওয়ার আগেই ১৯ জুন বিকেলে তিনি মৃতু বরন করেন।

এদিকে গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ১৫ জনকে হোম কোয়ারেনটাইনে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ১ জন, পতœীতলা উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন, সাপাহার উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ১ জন।

এ সময় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১২৬৯ জন। জেলায় আক্রান্তদের কোয়ারেনটাইনে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন এবং হ্সাপাতালে চিকিৎসাধীন আছেন ৮ জন।

Share.
Exit mobile version