রাঙা প্রবাত ডেস্ক :- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মেহেদী মোস্তাফাকে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের মানববন্ধন করেছে তার বন্ধু, সহপাঠী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার বেলা একটায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক ও বর্তমান অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান মেহেদী মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষ করে আইন প্র্যাকটিস করছিলেন। পারিবারিক কলহের জেরে গত ১৬ জুন খুন হয়েছেন তিনি। পুলিশ এখন খুনিদের গ্রেফতার করতে পারেনি।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেদি মোস্তফার বন্ধু ও জহুরুল হক হলের শিক্ষার্থী হাসান রাশিদুজ্জামান বিপ্লব।

Share.
Exit mobile version