অনুরাধা! তুমি আসবে তাই
.…. আল মামুনুর রশীদ

তুমি আসবে তাই; ৪৪ এর এই আমি,
৪২ বার বাজিয়েছি পাহাড়ি ধুন,
জীর্ণ ঘরের বাঁশের জানালা
প্রশস্ত করেছি হৃদয়ের মত।

তুমি আসবে তাই; বিবর্তন হয়েছে পথ
পাথর সরিয়ে কেটেছি মাটির সিঁড়ি,
আঙিনার খাঁজে সবুজ গালিচা
অবুঝ হৃদয়ের মত।

তুমি আসবে তাই; উনুন জ্বলবে আজ
নাপ্পি দিয়ে রু; আর হবে বাঁশকোড়ল,
পুরুষালী রান্না, ভালো নাও লাগতে পারে
তাইতো; মাই-মই-তাউতই হবে কলাপাতায়।
তুমি আসবে তাই; সন্ধ্যেটা হবে ভিন্ন…
দু’জনে গলা ভেজাবো দো-চোয়ানীতে,
বুনো মাদকতায় কিছুটা বুনো হবো
খিয়াংয়ের মত।

অত:পর, আমার হাত ধরে আলতা রাঙা
ধীর পায়ে, সিঁড়িতে নেমে যাবে নীচে…
আরো নীচে, সাঙ্গু’র কাছাকাছি।
শীতল পানিতে পা ডুবিয়ে….
ফিরে যাবে তুমি অতীতের বিশে,
এরপর, সারারাত দোল পূর্নিমার জ্যোৎস্নায়
স্নান করবে দু’টো তৃষ্ণার্ত শরীর।।

Share.
Exit mobile version