আঙ্গুল ভাঁজে -২
_______________ওবায়দুল হক

আঙ্গুল ভাঁজের কানায় কানায়
লেগে থাকা আঙ্গুল ছোঁয়া ,
বুকের খাঁচা দুমড়ে মুচড়ে
কাঁদায় একাকীত্বে!
মাতাল হাওয়ায়
হাসনাহেনা আর নারকেল পাতাগুলো
এলোচুলের আভাসে
শ্রাবণ দিনের জানালা সুখে বিভোর করে আজও।
তরুলতায় মাখানো জলকণাগুলো
ভীরু ভীরু পায়ে চাঁদনী আলোয়
শিশির কণার মতো ঘর্মাক্ত শরীরে
তোমার উপস্থিতি জানান দেয়, হিজল তলে।
আমার চারপাশে রক্তজবা,
গোলাপ, কৃষ্ণচূড়ার সমাহার,
মৃদু কাঁপা ভেজা ঠোঁটের
হাজারো আবেশ
তেমায় ভুলে থাকতে আস্কারা দেয় ।
যৌবনা, আমি মার্জনা প্রার্থী
তোমার ঋতু বৈচিত্র্যময় চরিত্রে
জীবনে চরম দূর্যোগ উপহারে, মনের মরচেধরা বীণায়
কিছুতেই অভিমান ভাঙা সূর আসছে না।
কি করে ভুলি, স্বপ্ন দেখে প্রেমের বীজ বুণে
অচেনা মনের গহীন পথ পাড়ি দিয়ে
শস্য না নিয়ে
কষ্ট চাষীর বাড়ি ফেরার ভয়াবহ কথা !

২২/৬/২০২০ খ্রিঃ

Share.
Exit mobile version