নিজস্ব প্রতিবেদক :- লিবিয়ার মিসদাহ উপ-শহরের মরুভূমিতে নৃশংসভাবে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানবপাচারকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন । এরপর থেকেই মানব পাচারকারী চক্রের সাথে জড়িতদের ধরতে দিন-রাত  সফলতার সাথে নিরলসভাবে কাজ করে চলেছে বরিশাল সদরদপ্তর  ‌র‍্যাব – ৮ এর সকল কর্মকর্তা সহ সদস্যরা। র‌্যাব-৮ এর মিডিয়া সেল অফিসিয়ালি ফেসবুক পেইজে চালানো হচ্ছে এ সংক্রান্ত প্রচার ও প্রচরণা ।

র‍্যাব-৮ এর আওতা ভুক্ত  জেলা গুলোর লোকজনের কাছে  জানাতে চাওয়া হচ্ছে এ সংক্রান্ত তথ্য । তাছাড়া মানব পাচারকারীদের সন্ধান পেতে জেলায় জেলায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে র‌্যাব-৮ ।

র‌্যাব-৮ আওতাধীন জেলাগুলোতে এ ধরনের কর্মতৎপরতায় জনমনে আস্থা ফিরেছে, বলে মনে করেন সাধারন জনতা।

মানবপাচারকারী চক্রের সদস্যদের আটক করে ইতিমধ্যে কয়েকটি সফল অপরেশন শেষ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা । বিভিন্ন স্থান থেকে  আটক করা হয় মানব পাচারকারী চক্রের কয়েকজন সদস্যকে, উদ্ধার করা হয় জাল টাকাসহ বিদেশী জাল নোট ।

Share.
Exit mobile version