বরিশাল অফিস :- এসিআই’কে এজিআই, ওরিয়ন’কে ওরিওনা, হেক্সিসল’কে হেক্সিসলি, হেক্সিওল কিংবা হেক্সাসল, স্যাভলন’কে স্যাবরন কিংবা স্যাবলন ইত্যাদি। এমন বিভিন্ন ওষুধ কোম্পানির নাম বিকৃত করে নামকরন করে নগরীতে অবাধে নকল হেক্সিসল ও স্যানিটাইজার বিক্রি হচ্ছে।

এমন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। নগরীর গীর্জা মহল্লা এলাকা থেকে অভিযানে দেশের নামি-দামি কোম্পানির নকল স্যানিটাইজার বিক্রয় করার সময় তা জব্দসহ নয়জনকে আটক করা হয়েছে।

মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, আটক সাতজনকে ২৩ হাজার টাকা অর্থদন্ড ও এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর আমদানিকারক সজল জমাদ্দার রাজিব এবং মোস্তফা কামাল নামের দুইজনকে একবছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা বলেন, অভিযানে জব্দকৃত প্রায় এক লাখ টাকার নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রী ধ্বংস করা হয়েছে।

Share.
Exit mobile version