বাকি দুইজনের একজন হলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার আব্দুল বাতেন। কিন্তুু গত ১৫ জুন হাসপাতালে আক্রান্ত চিকিৎসক আশরাফ হোসেন ভূঁইয়ার রিপোর্টি পরীক্ষায় নেগেটিভ এসেছে।
সোমবার (২২ জুন) দুপুরে এই সংবাদটি নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। তার আগে গত ২১ জুন ৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ সনাক্ত হয়।
বর্তমানে কুলাউড়ায় আক্রান্তের সংখ্যা ৬৪ জন। তবে এর মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন বলে জানা যায়।
গত ২১ জুন করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে কুলাউড়া পৌরসভার দেখিয়ারপুর এলাকার ১ জন, কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের মাহদি ফার্মেসির ১ জন এবং কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের রামগোপাল ফার্মেসির ২ জন সহ মোট ৪ জন আক্রান্ত হয়।
আক্রান্তদের আবাসন বর্তমানে লকডাউনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।