চোখের কোণে কোহিনুর

নাসরিন সিমি

চারপাশের সম্পর্কগুলোর অস্থিরতা দেখে আমি বুঁদ হয়ে বসে থাকি ধ্যানে
ধ্যানমগ্নতায় আকাশের বুকে পাখি হতে হতে ডানা মেলে উড়ে চলি মেঘের সাথে পাল্লা দিয়ে কখনো ঘুড়ির সাথে,
করোনা ক্রান্তিতে আমি ক্লান্ত নয় বরং
সূর্যের রঙ পরিবর্তনের সাথে পরিচিত হই
এতগুলো চড়ুইপাখি একসাথে এর আগে
সত্যি করে ঠিকমতো দেখাই হয়নি
প্রতিদিন ছোট তিনটা বাচ্চার কলকল
অবিরাম কথা শুনে অনায়াসেই বিকেল
পার করে দেই বারান্দায় ইজিচেয়ারে
শুধু তোমাকে না দেখে ছাদের কার্নিসে
দাড়িয়ে একটানা তাকিয়ে থাকি দূরে
দুফোটা জল গড়িয়ে পড়ে অজান্তে
চোখের কোণে চিক চিক করে কোহিনুর।

Share.
Exit mobile version