নিঃসঙ্গতার আর্তনাদ

 

-উৎপল চক্রবর্তী

নিঃসঙ্গতার বজ্র আটুনি
ঘিরে ফেলেছে আজ
বুকের ভিতর অজানা ব্যাথা
ব্যক্ত করতে পারি না কোন কথা।।

জানালার কাছে দাড়িয়ে থেকে
বৃষ্টির সাথে করি মিতালী
ভেজা চোখে চেয়ে থাকি
আকাশের পানে করি কান্নার চৈতালী।।

কি- যে ব্যাথা বুকে নিঃশব্দ আর্তনাদ
ধুকে – ধুকে যাচ্ছি মরে বেদনার বালুচর
চেয়ে থাকি পথ পানে তোমার আসার অপেক্ষায়
তুমি আসবে বলে এ- কথা শুনলে ভেঙে যায় সব ডর।।

দেখ এসে বন্ধু তুমি নিঃসঙ্গতার আর্তনাদ
এ-যেন এক বিভৎসতা দেখা যায় না চোখে
নিঃসঙ্গতায় নিঃসঙ্গতায় বন্দী করেছি নিজেকে
দরজা জানালা বন্ধ করে সব ব্যাথা আকরেছি বক্ষে।।

Share.
Exit mobile version