একাকিত্বতা
সিনথিয়া ঘরামী

মহাশূণ্যতার ভেলায় আমি ভাসছি
জীবনের শূন্যতা নিয়ে।
অপূর্ণ হৃদয়ের অসীমতাকে
পূর্ণ করার প্রত‍্যাশা নিয়ে।

ভবিষ্যতের ভাবনাহীন জীবন নিয়ে চলছি
বর্তমানকে সঙ্গী করে।
জীবন যুদ্ধে রণক্ষেত্রে নেমেছি
অস্ত্রবিহীন ভাবে।

আশাকে নিরাশার বুকে ঠেলেছি
একাকিত্ব আর তিক্ততার ভীড়ে।
সুখ নামের অভিলাষকে দেখছি
শুধু দূর হতে চেয়ে।

জীবনের হিসাব মিলাতে মিলাতে হারিয়ে যাচ্ছি
বেহিসাবিদের ভীড়ে।
আমার জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করে চলছি
শুধু আমি আর আমি ।

জীবনের সব পরিচয় বাদ দিয়ে পরিচিত হতে চাই
শুধু নিজের পরিচয়ে।
মৃত্যুকে আলিঙ্গন করার প্রত‍্যাশা নিয়ে
দিবারাত্রি প্রহর পার করছি।

Share.
Exit mobile version