অনুরাধা-৫
….আল মামুনুর রশীদ

অনুরাধা! তোমার সেলফোন বন্ধ…..

তাই গুগলের সম্বলে বেড়িয়ে

পড়লাম,

বন, পাথরের পাহাড়ি রাস্তায়।

অপরুপা ঝালং পেছনে ফেলে

ঝোলনা সাঁকোতে এখন।

সাঁকোটা তোমার মত ভালো; মধ্য

বয়সী !!

গুগল বলছে, সাঁকো পেড়িয়ে বামে

নীচে বয়ে যাচ্ছে পাহাড়ি জলঢাকা

দৃষ্টি সীমায় ভুটানের মিটমিট আলো।

আমি বিন্দু’র শেষ প্রান্তে;

হয়তো তোমার খুব কাছাকাছি।

এবার পা দুটোকে থামিয়ে পকেট

হাতরাই….

তোমার ঠিকানার চিরকুট খুঁজি

এ পকেট, ও পকেট…… কোথাও

নেই?

অনু! অবশেষে এই আমি, এক বুক

কষ্টে

ফিরে যাচ্ছি আপন আলয়!!

Share.
Exit mobile version