কিছুটা কদম বসন্তের

জান্নাতুল ফেরদৌস

ফাগুনের দ্বিপ্রহর উষ্ণ বেলায় মেঘলা হিয়ার মাঝি। শ্রাবণের সেই অঝোর ধারায় ঝরছে অশ্রু ধারী।
কেহতো জানেনি কেহতো দেখেনি লোচনের নোনা বারি।
তবুতো মুখে সতত রেখেছি বসন্তের মতো হাঁসি।
কেহ কে বুঝিতে দেইনি যাতনা নীরবে কেনো কাঁদি।
তাইতো সকলে জানিতো অনবরত কলিকার ন্যায় সুখী।
কতটা সুখে ছিলাম আছি জগদীশ বুঝিবে জানি। মনের অমা রজনীতে তবু চন্দ্রিকা ভরিয়ে রাখি। আমের মুকুল লেবুর ফুলেতে আজো হরিৎ ক্ষেত্র সাজি। আবার ঝিঁঝি পোকা ডাকি
সতত আজি দেখি।
তবুতো মনের অজান্তে শুধু বসন্তের কদম খানি। তাইতো সতত আনমনে শুধু অম্বরে আঁখি তুলে মোর দুলছে ব্যথার বুলি। ওগো মেহনত আমার
অনবরত বসন্তের কদম খানি।

Share.
Exit mobile version