উপহার
__________ওবায়দুল হক

একাকী ঘরে মনে পরে যায়
হারানো অতীত স্মৃতি,
কি কারণে হায় শিখিয়েছিলে
হৃদয় ভাঙা প্রীতি।
.
ঝুম ঝুম ঝুম পায়েল ধ্বনি
আলতা পায়ে মাখা,
প্রতিমা গড়া নিখুঁত অঙ্গে
হৃদয় ছিলো ফাঁকা!
.
কখনো ভাবিনি আঙুল ভাঁজে
বিঁধবে বিষের কাঁটা,
ছলনা ছোবলে আধমরা মন
বিদায়ের ঘনঘটা !
.
বিশ্বাসটুকু সম্বল ছিলো
গহীন মনের বনে,
কেড়ে নিলে সব, এখনো ভাসি
দুই নয়নের বাণে।
.
মায়াজাল জলে ডুবতে চাইনি
ফিরিয়ে দিয়েছি বহুবার,
মাঝ দরিয়ায় আঘাত বেঁধে
বললে, “এবার দে সাঁতার! ”
.
প্রেমে দুঃখ বেহায়া কুটুম
তোমার দেয়া উপহার,
হারানো অতীত আলিঙ্গনে
বিরহে পুড়ে সময় পার ।

২৫/৬/২০২০ খ্রিঃ ||ছবি সংগৃহীত ||

Share.
Exit mobile version