এসএমসির সিনিয়র টেরিটরি অফিসার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ কাশীনাথপুর বাজারসহ জেলার বিভিন্ন স্থানে একটি চক্র এসএমসির নকল স্যালাইন বাজারজাত করে আসছিলো।
তারই ধারাবাহিকতায় আমরা চক্রটিকে ধরতে অনুসন্ধান করতে থাকি। বৃহস্পতিবার আমরা কাশীনাথপুর বাজারে অবস্থানকালীন ওই চক্র একটি ভ্যানযোগে এসএমসির স্যালাইন দোকানে সরবরাহ করার সময় আমাদের সন্দেহ হয়। আমরা তাৎক্ষণিক ভ্যানসহ স্যলাইনগুলো আমরা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল গুলো জব্দ করেন।
পুলিশ জানিয়েছে, এ অভিযোগে তোফাজ্জল হোসেন ২০ নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, চক্রটি নাম ও লোগো নকল করে ওরস্যালাইন বাজারজাত করে আসছিলো।জব্দকৃত স্যালাইনের প্যাকেট কালার ও নামে কোনো পার্থক্য নেই। যে কেউ এটাকে আসল এসএমসির স্যালাইনই ভেবে থাকবে।
পুলিশ কর্মকর্তা জামাল হোসেন জানান,এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।