মধ্যবিত্ত………….
মিলন খান
এরা না পারে বাঁচতে, না পারে মরতে
এরা না পারে পাখির মতো উড়তে
এরা শুধু পারে নীরবে নীরবে পুড়তে
এরা শুধু পারে ভালো থাকার অভিনয় করতে…..
এরা না পারে সুখ পাখিটা ধরতে
এরা না পারে প্রেম, জলকেলি করতে
এরা শুধু পারে জলহীন চোখে গোপনে গোপনে কাঁদতে, বুক ফাটা আর্তনাদে ও কষ্টের হাসি হাসতে
এরা মানুষ এরা জীবিত না
এরা জীবন্মৃত, এরা অদৃশ্য তীর বেঁধা পাখি
উপরে পরিপাটি, ভিতরে ক্ষত বিক্ষত
বিবেক বিসর্জন দিতে পারেনা, এরা অনাকাংখিত..
এরা না পারে বলতে, এরা না পারে চলতে
না পারে দুপায়ে পথের কাঁটা দলতে
আহারে লজ্জা, কন্টকময় ফুল শয্যা,এরা বন্ধি
আপন পর কারো সাথে হয়না এদের সন্ধি